কওমি কণ্ঠ রিপোর্টার :
গত কয়েক দিন ছিলো টানা গরম। আর গতকাল বুধবার (২৩ জুলাই) ছিলো অসহ্য ভ্যাপসা গরম। তবে বৃহস্পতিবার ভোররাতে হলো স্বস্তির বৃষ্টি।
তখন সিলেটবাসীর মাঝে এক অনাবিল সতেজতা আসে। রাতভর ছটফট করতে থাকা মানুষজন শীতল অনুভূতিতে ঘুমিয়ে পড়েন।
বৃষ্টির ফলে সকাল ছিলো ভেজা-স্নিগ্ধ।
এদিকে, আজ দিনেও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়- বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।