কওমি কণ্ঠ রিপোর্টার :
তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে এই মতবিনিয় সভার আয়োজন করা হয়।
আজ শনিবার (২০ ডিসেম্বর) তৃতীয় দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজকের সভায় সিলেট জেলার ৫টি আসনের প্রার্থী-ই উপস্থিত ছিলেন বলে একটি সূত্র কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে।
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শনিবার সন্ধ্যায় কওমি কণ্ঠকে বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ (শনিবার)। এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর অন্যান্য জেলার ১৯০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় হয়েছে। আজ আমাদের সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ফরিদপুরসহ কয়েকটি জেলার মোট ১০০ জন প্রার্থীকে নিয়ে সভা হয়। মতবিনিময় সভায় প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের সকল সঠিক তথ্য দেওয়া, মনোনয়ন ফরম পূরণের সময়ে আইনজ্ঞদের সহায়তা নেওয়া ও নির্বাচনের আচরণবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তিনি তাঁর বক্তব্যে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন ও ভোটের প্রচার-কৌশল নিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়া বক্তব্যের শুরুতেই তিনি সিলেটসহ উপস্থিত বিভাগ ও জেলার প্রার্থীদের ‘কনগ্রাচুলেশন’ জানিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে। শীঘ্রই বাকি আসনগুলোর ঘোষণা আসবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে, সিলেট জেলার একটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সেটি হচ্ছে সিলেট-৫। জানা গেছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে; শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দিচ্ছে বিএনপি।
তবে ইতোমধ্যে সে আসনে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন (চাকসু মামুন)।
এদিকে বিএনপি বলছে- যারাই দলীয় নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর সাংঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।