‘হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করুন’

 সিলেটে গণসংলাপ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি


কওমি কণ্ঠ রিপোর্টার :

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন- জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি দেওয়া হয়েছে জানতে পেরেছি। হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকি একথা বলেন।

তিনি আরও বলেন- সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে; বিষয়টি এমন নয়। আমাদের বুঝতে হবে- কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।

গণসংহতি আন্দোলনের প্রধান বলেন- ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বতীকালীন সরকার বলেছে। তবে এর আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। যদিও ইতোমধ্যে অনেকের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি আলোচনার মাধ্যমে বের করতে হবে।

অভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের রায়ের বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন- তবে বর্তমানে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। সেটি কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয়। মুক্তিযোদ্ধাকেও অসম্মান করা কাম্য নয়। যারা এসব কাজ করেছে- সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।