কওমি কণ্ঠ রিপোর্টার, ছাতক (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছে।
তাদের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা ও ফৌজদারিসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আমীর আলী, হাসান, রুহিতুল ইসলাম নাহিদ, আব্দুল্লাহ, সাইদুর রহমান, সিফাতুল ইসলাম ইমন, কবির আহমদ, মাসুম আহম্মদ, রুহুল আমীন, নাইমুর রহমান, সালামিন আহমদ, লাহিন আহমদ, জয়নুল আবেদীন, কামরান আহমদ, রেদওয়ান হোসেন, সুবাস দাস, মো. জাহাঙ্গীর আলম ও মো. লালন মিয়া।
ছাতক থানাপুলিশ জানিয়েছে- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় শনিবার (২৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।
(রিপোর্ট : সাজ্জাদ মাহমুদ মনির)