কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বিজিবি’র বরাত দিয়ে এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল।
এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তারা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ পর চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান।