কোম্পানীগঞ্জে আদিবাসী নারীকে ধ র্ষ ণ, দুজন গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে হাসপাতালে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) সন্ধ্যারাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কালাইরাগ গ্রামের কাছে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে।

আটকরা হলেন- কালাইরাগ গ্রামের ললীপের ছেলে প্রদীপ (৪০) ও একই এলাকার আলাউদ্দিন (৪২)।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কালাইরাগ গ্রামে একটি অনুষ্ঠানে যান আদিবাসী এক নারী। এ সময় বিভিন্ন অজুহাতে প্রদীপ ও আলাউদ্দিন ওই নারীর কাছে ভিড়ে।

এ সময় তারা ওই নারীকে বলেন, ‘তোমার মেয়ের জামাই আমাদেরকে পাঠাইছেন, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছেন।’ এ কথা বলে দুজন একটি টমটমযোগে ওই নারীকে গ্রামের উত্তরে পাহাড়ের দিকে যেতে শুরু করলে বাঁধা দেন ভুক্তভোগী নারী। তখন এই ধর্ষকেরা তার মুখ চেপে ধরে ঝোপে নিয়ে গিয়ে একজন তাকে ধর্ষণ করেন। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে এসময় ধর্ষিতার চিৎকার স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মেয়ের জামাইয়ের বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাপুলিশকে জানানো হয় এবং পুলিশ অভিযান চালিয়ে রাত ১টার দিকে এ দুজনকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান কওমি কণ্ঠকে বলেন- আজ (সোমবার) এ দুজনের বিরুদ্ধে নির্যাতিতা মামলা দায়ের করেছেন। আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায়। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।