সিলেটে ‘নানির বাড়ি’ থেকে আটক ১০

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের এয়ারপোর্ট থানাধীন ইলেকট্টিক সাপ্লাই এলাকার কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পিছনে ‘নানির বাড়ি’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

সোমবার দিবাগত (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির পুলিশ এ অভিযান চালায়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সোমবার দিবাগত রাত ৩টার দিকে আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ‘নানির বাড়ি’ নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করে। 

আটকরা হলেন- নাসির আহমদ (৪৫), শাহিন মিয়া (৪০), মো. হেলাল মিয়া (৩৮), আকলিছ মিয়া (৩৫), সোহেল আহমদ (৪০), মো. শমশের উদ্দিন, রুবেল হোসেন (৩৪), আব্দুল বাতির (৫৫), মোস্তাফা আহমদ (৪২) ও খোকন মিয়া (৫২)। 

পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।