সিলেটে ৩৬ ঘণ্টায় পুলিশের জালে ৭৩ জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার আগ পর্যন্ত পূর্বের ৩৬ ঘণ্টায় ৭৩ জন অপরাধীকে ধরেছে মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের দফায় দফায় অভিযানে শুক্রবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই ৭৩ জনকে আটক করা হয়।

এর মধ্যে বেশিরভাগই মাদক কারবারি। এছাড়াও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক জন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার দুপুরে কওমি কণ্ঠকে জানান- শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই ১২ ঘণ্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে গাঁজা।

অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ।

এসব অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

এসব আটক ও জব্দের ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। 

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটককৃত সবাইকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।