কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ ৪১ ‘ডেভিল’-কে ধরেছে মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ছাত্রলীগ ছাড়াও এদের মধ্যে রয়েছে- জুয়াড়ি, অসামাজিক কার্যকলাপকারী ও মাদককরবারি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় কওমি কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- নিষিদ্ধ সংগঠনের গ্রেফতারকৃত দুজন হলেন- সিলেট মহানগর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) এবং সিলেটের জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।
এ দুজনকে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরের সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম জানান- আটকদের (যাদের আগে মামলা ছিল না) বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয় এবং পরে সবাইকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।