কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত জুমারা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জুমারা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।