সিলেটের সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কার করুন : ছাত্র জমিয়ত নেতা নোমান

সিলেট-ঢাকা মহাসড়কের যানজট দ্রুত নিরসন ও সিলেটের সকল ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

সোমবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিক এক বিবৃতিতে এ দাবি করেন। 

বিবৃতিতে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন- তা না হলে সিলেটের সকল জণগণকে নিয়ে ছাত্র-জনতা মাঠে নামতে বাধ্য হবেন। দাবি কীভাবে আদায় করতে হয় এ দেশের ছাত্র-জনতা ভালো করে জানে।

মাহমুদুল হাসান নোমান আরও বলেন- সিলেটের মানুষের ভদ্রতা কে দুর্বলতা মনে করবেন না, আমরা শান্ত সিলেট কে অশান্ত করতে চাই না। আর যদি আপনারা সংস্কার করতে না পারেন তাহলে পরিস্কার বলে দিন এই সিলেটের কাজের জন্য আপনাদের কোনো বরাদ্ধ নেই, দেশের সব বিভাগেই কাজ করেন, কিন্তু সিলেটের কাজের ক্ষেত্রে বৈষম্য কেনো? 

আমরা সিলেট-ঢাকা মহাসড়কসহ সিলেটের সকল রাস্তার দ্রুত সংস্কার চাই।

Loading...