কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে বুধবার (২২ অক্টোবর) দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনের লাশ রেললাইন থেকে এবং আরেকজনের লাশ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় রেললাইন থেকে মতিউর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানাপুলিশ।
তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন মতিউর।
পরিবারের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মতিউর। ধারণা করা হচ্ছে, ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে প্রকাশ হওয়ায় মতিউর লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় রেলওয়ে পুলিশ।
নিহতের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন- ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট, খুব আদরের। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, সিলেটে সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ২২) মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার বিকাল ৫টার দিকে দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    