নিউজ প্রকাশের জেরে কওমি কণ্ঠকে হু ম কি, জিডি

কওমি কণ্ঠ রিপোর্টার :

নিউজ পোর্টাল (নিবন্ধনের জন্য আবেদিত) ‘www.kawmikantha.com’-এর ফেসবুক পেইজ ‘facebook.com/kawmikantha’র ইনবক্সে ‘Masum Ahmed (Tahmid)’ নামের ফেসবুক আইডি থেকে একাধিকবার হুমকি প্রধান করা হয়েছে। একটি সংবাদ সম্মেলনের নিউজ প্রকাশকে কেন্দ্র করে ওই আইডি থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে হুমকিদাতা নিজেই ক্ষুদেবার্তায় বলেছেন। 

ক্ষুদেবার্তায় হুমকিদাতা বলেন- ‘পেজ মারা খাউয়ার জন্য রেডি থাকুন’। 

তার সব হুমকির স্ক্রিনশর্ট সংরক্ষণে রেখেছে কওমি কণ্ঠ কর্তৃপক্ষ। 

হুমকির বিষয়ে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক ও কওমি কণ্ঠ সম্পাদক মো. রেজাউল হক ডালিম।

জিডিতে তিনি উল্লেখ করেন- হুমকি অব্যাহত থাকায় নিউজ পোর্টাল ‘www.kawmikantha.com’ ও এটির ফেসবুক পেইজ ‘facebook.com/kawmikantha’-এর সুরক্ষা নিয়ে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।