জিন্দাবাজারে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার পাঁচপীরের মাজার থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুল বারিক (৬৮) দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার (সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড) বাসিন্দা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জিন্দাবাজারের পাঁচপীরের মাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কওমি কণ্ঠকে জানান- সিআইডি টিম লাশের পরিচয় শনাক্ত করেছে। প্রাথমিকভাবে পাওয়া এই পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে কাজ করছে তারা। 

তিনি বলেন, চিকিৎসকদের দেওয়া তথ্যমতে- স্ট্রোট করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি কেন মাজারের ওখানে গেলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। 

ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।