সাবেক ছাত্রলীগ নেতাকে রিমান্ডে নিতে চায় পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বন্দরবাজার থেকে মাসুক আহমেদ (৩১) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে।

হস্তান্তারের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুলিশ তাকে আদালতে তুলে ৫ দিরেন রিমান্ডে নেওয়ার আবেদন করে। তবে এর শুনানি পরবর্তীতে ধার্য্য করেছেন বিজ্ঞ আদালত। 

মাসুক সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল কওমি কণ্টকে জানান- সিলেট কোতোয়ালি মডেল থানায় মাসুকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে বন্দরবাজার থেকে গ্রেফতার করা হয় এবং বিকালে কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তুলে ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে এর শুনানি পরবর্তীতে ধার্য্য করা হয়েছে।