সিলেট মডেল মাদরাসায় সমাবর্তন ও শিক্ষার্থী সংবর্ধনা আজ

ইসলামী শিক্ষা ও নৈতিক উৎকর্ষের ধারাবাহিকতায় সিলেট মডেল মাদরাসার উদ্যোগে আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকালে বর্ণাঢ্য কনভোকেশন (সমাবর্তন) ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মাদরাসা সংলগ্ন সি ব্লক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাশেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ মাওলানা আতাউল হক জালালাবাদী মাওলানা শাহ নজরুল ইসলাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ মাওলানা শাহ মমশাদ আহমদ মাওলানা রুহুল আমিন সাদী মাওলানা আনিসুর রহমান আশরাফী মাওলানা ক্বারী জহিরুল ইসলাম প্রফেসর মো. হায়াতুল ইসলাম আখঞ্জি ডা. মুহাম্মদ সিরাজুল ইসলাম খাঁন মোহাম্মদ আয়াস মিয়া শেখ মো. নজরুল ইসলামসৈয়দ মিসবাহ উদ্দিন আলহাজ্ব কাপ্তান হোসেন এটিএম সেলিম চৌধুরী ড. মো.  দিদার চৌধুরী ডা. মো.মুবিন উদ্দিন অধ্যাপক বজলুর রহমান খালেদ মুহাম্মদ ছয়ফুল আলম  মো. আবু তাহের চৌধুরী হাজী খলিলুর রহমান প্রমুখ  দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং সিলেট অঞ্চলের গণ্যমান্য সমাজসেবকরা। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-না‘ত পরিবেশনার মাধ্যমে সূচনা করা হবে।

কনভোকেশন উপলক্ষে সদ্য সমাপ্ত শিক্ষাবর্ষের উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা, চরিত্র গঠন ও আধুনিক জ্ঞানার্জনের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করবেন। থাকবে স্টুডেন্টস পারফরম্যান্স ও নাশিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সিলেট মডেল মাদরাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।