সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ কবে?

কওমি কণ্ঠ রিপোর্টার :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

তবে সিলেটে প্রথম দিন কোনো অপারেশন হয়নি। সংশ্লিষ্টরা বলছেন- রোববার সব বাহিনীর প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। শীঘ্রই সিলেটেও অপারেশন শুরু হবে।

জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে। তবে সিলেট অঞ্চলে এখনো শুরু হয়নি এই অপারেশন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে দ্রুতই সিলেটে শুরু হবে এই ডেভিল হান্ট অপারেশন।

জানা যায় শনিবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেভিল হান্ট শুরুর পর থেকে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রোতে ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

এদিকে, সিলেট অঞ্চলে এখনো শুরু হয়নি অপারেশন ডেভিল হান্ট। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কওমি কন্ঠকে জানান- সিলেটে এখনো অপারেশন ডেভিল হান্ট শুরু হয়নি। অপারেশনের বিষয়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, মেট্রোপলিটন ও জেলা এবং এই দুই ইউনিটের গোয়েন্দা শাখার কর্মকর্তারা সমন্বয় সভা করেছেন। শিঘ্রই সিলেটে এ অপারেশন শুরু করবো।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার। ঘোষণার পর শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।