দলে ফিরলেন সিলেট যুবদলের বহিষ্কৃত ৫ নেতা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুখবর পেলেন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সিলেটের বেশ কয়েকজন নেতা। আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

জানা গেছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমেদ জুম্মান, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ ও কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (বৃহস্পতিবার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।