কবরস্থানে কান্না

কওমি কণ্ঠ রিপোর্টার :

আজ আরবি মাস শা’বানের ১৪ তারিখ। এ দিনগত রাতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে অনেক হাদিসে। তাই এ দিনে দেশজুড়ে যথাসাধ্য ইবাদতে মশগুল হয়েছেন মুসলমান নারী-পুরুষরা।

এছাড়া আজ শুক্রবার হওয়ায় মসজিদে মসজিদে জুমআর নামের পর দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

রাতভর বিভিন্ন মসজিদ ও ঘরে ইবাদতে মত্ত থাকবেন নারী-পুরুষরা।

একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় ঢাকার আজিমপুর ও সিলেটের মানিকপীর টিলায় কবরস্থানে দুপুর থেকেই মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে যাবেন কবরস্থানগুলোতে।

অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও আজ জুমার দিন হওয়ায় দুপুর থেকেই কবর জিয়ারত করতে যান মানুষ। তবে সন্ধ্যার পর বাড়ে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়ে।

কবরস্থানে গিয়ে নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কোরআন তেলাওয়াত করেন, আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

কবরস্থানে আসা  আবুল হোসেন নামের একজন জানান- গত বছর তার মা মারা যান। প্রতি শুক্রবার তিনি কবর জিয়ারত করতে আসেন। শবে বরাত হওয়ায় আজ দুপুরে আসেন কবর জিয়ারত করতে।

মায়ের কবরের পাশে দাঁড়ালে ক্ষণিকের জন্য মায়ের অদৃশ্য স্পর্শ অনুভব করেন বলে জানান তিনি।