কওমি কণ্ঠ রিপোর্টার :
ঢাকায় বিটিআরসি ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত সিলেটের যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ ও র্যাব-২ এর যৌথ অভিযানে শনিবার দিবাগত (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে সিলেট মহানগরের বারুতখানা পয়েন্ট থেকে এ যুবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইফ্ফাদ জামান শুভ সিলেট মহানগরের মিরাবাজার এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য জানিয়েছেন।
জানা যায়, মোবাইল ফোন ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে বিটিআরসির চেয়ারম্যান আন্দোলনকারীদের নিয়ে একাধিকবার তাদের দাবি-দাওয়ার বিষয় সমাধানের জন্য আলোচনা করেন। পরবর্তীতে এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে গত ১ জানুয়ারি NEIR সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই সিস্টেম চালু হওয়ায় আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওইদিন বিকালে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং পুনরায় আন্দোলন করতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনরতরা বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর করেন। এতে ২ কোটি টাকার ক্ষতিসাধন করে।
এ ঘটনায় পরে ৫০০/৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই অংশ হিসেবে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট মহানগরের বারুতখানা পয়েন্ট থেকে শুভকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, ঢাকায় বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ৪৫ জনকে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।