দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে নতুন আঙ্গিকে, নবরূপে যাত্রা শুরু করেছে সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট ভয়েস’।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে সিলেটের বরেণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, বিশিষ্টজন ও সুশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেট ভয়েস’-এর প্রকাশক ও রোটারি ক্লাব অব মিডটাউন সিলেটের প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরী।
সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির জুনিয়র রিপোর্টার (ভিজ্যুয়াল) রুবেল রাজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিব্বির আহমদ। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল পর্বের আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ভয়েসের বার্তা সম্পাদক আহমেদ জামিল। পরে হাইপারেলোকাল গণমাধ্যম হিসেবে সিলেট ভয়েসের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ভারপ্রাপ্ত সম্পাদক দ্বোহা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ভাষাসৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট ড. এম শহীদুল ইসলাম, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক সংগঠক প্রণব কান্তি দেব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শনের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুর্বনা হামিদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমেদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. গুলজার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী শিক্ষা অফিসার জামিল আহমেদ, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, দ্য ডেইলি স্টারের আঞ্চলিক প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা ববি, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবর্হী সদস্য রাজীব রাসেল, ফটো সাংবাদিক মামুন হোসেন, দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়, চ্যানেল ২৪ সিলেটের সিলেট জেলা প্রতিনিধি আজহার উদ্দীন শিমুল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি রানা মজুমদার বাপ্পী, ডিবিসি নিউজের সিলেট প্রতিনিধি নয়ন নিমু, দৈনিক সিলেট মিরেরর স্টাফ রিপোর্টার জেনারুল ইসলাম, সিলেট ভিউয়ের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুসলেহ উদ্দীন মুনাইম প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে ‘সিলেট ভয়েস’-এর নতুন রূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।