কওমি কণ্ঠ ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নিয়ে গত সোমবার থেকে বুধবার দুই দেশের স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। ওই সময় চৌকা সীমান্তে মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবলু হক (৩৫)।
বাবলু হক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা।
বিজিবির সাথে বসে থাকা ছবি ও ভিডিও বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েন বাবলু। শনিবার (১১ জানুয়ারি) সারাদিন ভাইরাল হওয়া কৃষক বাবুল হকের বাড়িতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। তার বাড়িতে মানুষ বিভিন্ন এলাকা থেকে ছবি তুলতে ও সরাসরি দেখতে আসছেন তাকে। তাছাড়া দূর দূরান্ত থেকে কাস্তে হাতে ছবি তুলতে আসছেন অনেকেই। সাথে নিয়ে আসছেন বাংলাদেশের পতাকা।
কৃষক বাবলু হক বলেন, গতকাল (শনিবার) সারাদিন আমার বাড়িতে লোকের ভিড় ছিল। তারা সবাই আমার সাথে ছবি তুলতে এসেছেন। আজকেও অনেকে ফোন দিচ্ছেন। লোকজন আমাকে এসে হাসিমুখে জড়িয়ে ধরছেন, বিষয়টি আমার ভালো লেগেছে।
স্থানীয় সাংবাদিক সিফাত রানা জানিয়েছেন, বাবলু হকের দেশপ্রেমের দৃশ্য দেখে অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। তাই তাকে সবাই অভিনন্দন জানাতে তার বাড়িতে লোকজন ভিড় করেন। ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর প্রশংসাতেও ভাসছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটা একটি দুঃসাহসিক কাজ। কিন্তু কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এভাবে ফ্রন্টলাইনে অথবা শূন্য লাইনের কাছাকাছি এগিয়ে আসা বিপজ্জনক। দেশের জনগণ ও আমরা উভয়েই দেশকে ভালোবাসি। কিন্তু বিজিবি ফেইল না করা পর্যন্ত সাধারণ মানুষের এরকম ফ্রন্টলাইনে এগিয়ে আসা উচিত নয়। এই দৃশ্য দেখে অন্য কেউ যেন এমন ঝুঁকি নেয়ার জন্য অনুপ্রাণিত না হয়, দেশের জনগণের প্রতি আমার এই আহ্বান থাকবে। দেশের সীমান্ত রক্ষায় বিজিবি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়েছে। এজন্য বিজিবি তাদের প্রতি কৃতজ্ঞ। স্থানীয় লোকদের আমরা ধন্যবাদ জানাই।