কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে বুধবার সকালে বেপরোয়া গতির একটি ট্রাক নাজিরবাজারের একটি দোকানে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক আলী (৫৫) মারা গেছেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার (নাজিরবাজারের পার্শ্ববর্তী) চন্ডিতিয়র গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। শফিক দিনমজুরের কাজ করতেন।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে।
তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে শফিক আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা কওমি কণ্ঠকে জানান- সিলেটের দিকে আসা বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো. ট ২৪-৭১১৭) নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাজিরবাজারস্থ তান্দুরি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এসময় রেস্টুরেন্টটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রাক। অটোচালক ও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুজন আহত হন এসময়। এর মধ্যে গুরতর আহত শফিক আলী বুধবার রাতে হাসপাতালে মারা যান।