কওমি কণ্ঠ রিপোর্টার, গোলাপগঞ্জ (সিলেট) :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একই জেলার গোলাপগঞ্জ উপজেলার এক তরুণীর অনশন শুরু করেছেন।
গতকাল রবিবার (৪ জানুয়াি) বিকেল থেকে মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আলী হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। আলী হোসেন ওই তরুণীর প্রেমিক বলে দাবি করছেন তিনি।
ভুক্তভোগী ওই তরুণী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা।
প্রেমিকার অবস্থান শুরুর পর থেকে প্রেমিক আলী হোসেন বাড়ি থেকে লাপাত্তা।
ভুক্তভোগী তরুণী জানান, দীর্ঘ ১ যুগের বেশি সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক আলী হোসেন তাকে একাধিক জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু গত বছরের ১৮ ডিসেম্বর ওই তরুণীকে না জানিয়ে গোপনে আরেকটি বিয়ে করে ফেলেন আলী হোসেন। সম্প্রতি বিষয়টি জানতে পারলে ওই তরুণী আলী হোসেনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
এদিকে, প্রেমিক আলী হোসেন পলাতক থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে তার বড় ভাই আছগর আলী জানান- এই বিষয়টি আমরা অবগত ছিলাম না। ওই তরুণী বাড়িতে আসার পর অবগত হই। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
এ ব্যাপারে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান- বিষয়টি নিয়ে উভয় পরিবারকে নিয়ে আমরা বসেছিলাম। এরপর উভয় পক্ষকের মুরুব্বিদের আমরা দায়িত্ব দিয়েছি তারা যাতে সমঝোতার ভিত্তিতে একটা সমাধানে আসেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলে- এ নিয়ে ওই তরুণী থানায় কোনো অভিযোগ দেননি। দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।