কওমি কণ্ঠ ডেস্ক :
কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বাজারের অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। আবার যে দোকানে আছে কিনতে গেলে জুড়ে দেওয়া হচ্ছে শর্ত। এক সপ্তাহের ব্যবধানে সরকার দুই দফা বৈঠক করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে। তাতেও মিলছে না যৌক্তিক কোনো কারণ কিংবা সমাধান।
ঢাকার বড় বাজার মালিবাগ। যেখানে খুচরা দু-ডজনের বেশি প্রতিষ্ঠান আর কোম্পানির ডিলার রয়েছে সাত-আটজন। সেই বাজারে এখন সয়াবিন তেল নেই বললেই চলে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এসব দোকান ঘুরে শুধু দুটি দোকানে তেল পাওয়া গেলো। তাও নিয়মিত ক্রেতার বাইরে সাধারণ ক্রেতাদের কাছে সেই তেল বিক্রি করছেন না বিক্রেতা।
আবার ওই বাজারে যারা তেল বিক্রি করছেন তারা তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতাসহ নানা ধরনের পণ্য কিনতে ভোক্তাদের শর্ত আরোপ করছেন। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানি ওইসব পণ্য তেল দেওয়ার শর্তে আমাদের দিচ্ছে, যা পুরোপুরি বেআইনি।
কোম্পানি তেল না দিয়ে নিজেদের দোষ ঢাকতে কাদা ছোড়াছুড়ি করছে, অন্যদের দোষারোপ করছে। তারা রমজানের আগে দাম বাড়ানোর জন্য এমনটা করতে পারে।- ভোজ্যতেল মালিক সমিতির সভাপতি গোলাম মওলা
এ পরিস্থিতি একমাস ধরে বেশি চলছে ঢাকাসহ দেশের সব এলাকায়। যদিও চার মাস আগে থেকেই শুরু হয় এ সংকট। তেলের সংকট কখনো কম, কখনো প্রকট হচ্ছে, আবার কোথাও কম হলেও কোথাও খুব বেশি। কিন্তু তারপরেও এ পরিস্থিতি খুব বেশি আমলে নেয়নি সরকার। ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেও কাজের কাজ কিছুই হয়নি। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েই খালাস। আর সাধারণ মানুষ তেল না কিনতে পেরে দিন কাটাচ্ছে কষ্টে।
মূল রিপোর্ট : জাগো নিউজ
(নিউজ পাবলিশার : সনি)