ইম্পেরিয়াল হসপিটালে ‘সাকশন’ দেওয়ার পর শিশুর মৃ ত্যু

  • খতিয়ে দেখবে তদন্ত কমিটি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের নাইওরপুলে অবস্থিত ইম্পেরিয়াল হসপিটালে ভুল পদ্ধতিতে ‘সাকশন’ দেওয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে এই ২ মাস বয়েসি শিশুর মৃত্যু হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে সাকশন যন্ত্র দিয়ে ওই শিশুকে ইম্পেরিয়াল হসপিটালে চিকিৎসা প্রদান করা হয়। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকালের দিকে মারা যায়।

সিলেট মহানগরের ২৫ নং ওয়ার্ডের বারখলা এলাকার বাসিন্দা ওই শিশুর পরিবারের লোকজন তাকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করেন। এসময় শিশুটির বমিটিং ছিলো। পরবর্তীতে ওই শিশুকে হসপিটালের এক নার্স ‘সাকশন’ দেন। এরপরই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে দায়িত্বরত চিকিৎসক এসে এ শিশুকে এনআইসিইউ-তে ভর্তি করেন। কিন্তু শিশুর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি, বরং বিকাল ৩টার দিকে মারা যায়।

ওই শিশুর চাচাতো ভাই কওমি কণ্ঠকে জানান- নার্স ‘সাকশন’ দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক সেটি ভুল পদ্ধতিতে প্রয়োগ করা হয়েছে বলে মন্তব্য করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর সিলেট শাহরাপণ থানাধীন সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশের উপস্থিতিতে হসপিটাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সোবহানীঘাট ফাঁড়ির টুআইসি এস.আই দেবরাজ রায় কওমি কণ্ঠকে বলেন- ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে দুপক্ষের বক্তব্য শুনি। হসপিটাল কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারপরও প্রয়োজন পড়লে শিশুর পরিবারকে আমরা আইনি সহযোগিতা দিতে প্রস্তুত।’

সিলেট ইম্পেরিয়াল হসপিটালের সহকারী পরিচালক ডা. সাইদ মো. মুসা কওমি কণ্ঠকে বলেন- ‘আমরা নিহত শিশুর পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি এবং শীঘ্রই তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে আমাদের নার্সের প্রতি উত্থাপিত অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’