কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে গোয়েন্দা পুলিশের ‘ইয়াংকি টিম’র অভিযানে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের মজুমদারপাড়ার ১নং গলির ফখরুল মিয়ার কলোনির একটি ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুন নূর (৫৪), বিলাল আহমদ (৫১), মো. জান্নাত মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (৪০) ও মো. বিল্লাল মিয়া (৩৯)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসব তথ্য এক বার্তায় জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।