মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃ ত্যু

কওমি কণ্ঠ ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর)) সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক সড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের নুরু মিয়ার ছেলে রিয়াদ আহমদ (২২) এবং একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিয়াদ আহমদ দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কিনেছিলেন। বুধবার সকালে তিনি বন্ধু জাবেদ আহমদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফলবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে কুলাউড়া থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।