ফেঞ্চুগঞ্জ আ. লীগের সহসভাপতি কারাগারে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে। 

গত বছরের ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একাধিক নাশকতা মামলার আসামি তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান। 

তিনি জানান- বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।