- মিডিয়া পার্টনার ‘কওমি কণ্ঠ’
কওমি কন্ঠ রিপোর্টার :
জাতির পথপ্রদর্শক কওমি অঙ্গনের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষায় সিলেটে নেওয়া হয়েছে এক অনন্য উদ্যোগ। নবীন-প্রবীণ আলেমদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘সম্মিলিত কওমি ফোরাম’।
ফোরামটি কওমি অঙ্গনের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষায় পরিচালনা করবে নানা কার্যক্রম। এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের হোটেল মেট্রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আকাবির-আসলাফের কর্মপদ্ধতি অনুসরণে কওমি স্বকীয়তা, ঐতিহ্য ও চেতনা রক্ষা শীর্ষক’ সেমিনার এবং সদস্য সম্মেলন।
‘সম্মিলিত কওমি ফোরাম’র উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হবে সময়োপযোগী এই আয়োজন। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন দেশের বরেণ্য আলেম, দাঈ, সাংবাদিক, লেখক ও গবেষক এবং সিলেটের সচেতন আলেমরা। এছাড়া অংশগ্রহণ করবেন ফোরামের সকল সদস্য।
বর্ণাঢ্য অনুষ্ঠানামালার মিডিয়া স্পন্সর হিসেবে রয়েছে ‘কওম-কওমির মুখপত্র’ (নিউজ পোর্টাল) ‘কওমি কণ্ঠ’।
সেমিনার ও সদস্য সম্মেলন সফলে সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ফোরামের মিডিয়া সচিব মাহমুদুল হাসান নোমান ও প্রচার সচিব লাবীব হুমায়দী।