কওমি কণ্ঠ রিপোর্টার :
প্রাণঘাতি করোনা ভাইরাস ২০২০ সালের এই দিনে অর্থাৎ- ৫ এপ্রিল সিলেটে প্রথম আঘাত হানে। যার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে, তিনি একজন চিকিৎসক ছিলেন। শনাক্তের ১০ দিনের মাথায় ১৫ এপ্রিল ঢাকায় হাসপাতালে মারা যান তিনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের দেহে ২০২০ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করতে থাকেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তাকে করোনা ডেডিকেটেড চিকিৎসালয় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় পরদিন (৮ এপ্রিল) ডা. মো. মঈন উদ্দিনকে সিলেট থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঈন সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামে ১৯৭৩ সালের ২ মে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে তিনি ওসমানী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। তাঁর ব্যক্তিগত চেম্বার ছিল সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে। ডা. মঈন অনেক অসহায়-গরিব রোগীকে বিনা ফিতে প্রেসক্রিপশন দিতেন বলে তিনি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ছিলেন।