আর্ত-মানবতার সেবা প্রদান ও সমাজ বিনির্মাণে নিবেদিত, খাগদিওর জামিয়া ইসলামিয়ার সার্বিক উন্নয়নে গঠিত 'খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ'কে' এর উদ্দ্যোগে ওসমানীনগরের খাগদিওর গ্রাম ও পার্শবর্তী এলাকার গরিব-অসহায় ৫০০ শত পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৭ লক্ষ ৬৫ হাজার ২২৪ টাকার 'অনুদান-প্রদান অনুষ্ঠান' গত ২৬শে মার্চ বুধবার খাগদিওর জামিয়া ইসলামিয়ার নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
খাগদিওর জামিয়া ইসলামিয়ার পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠিত 'নগদ অর্থ বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন। বক্তব্য রাখেন গহরপুর জামিয়ার মুহাদ্দিস ও খাগদিওর জামিয়া ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, দয়ামীর ইউপি সদস্য আফরুজুল হক, খাগদিওর জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, সমাজ সেবক সোহেল আহমদ দলা, মাস্টার হাবিব আলি, আবুল হুসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা রুহুল আমিন, হাফিজ আবু বকর, মাওলানা হুসাইন আহমদ, আবুল কালাম, ফয়ছল আহমদ, বেলাল আহমদ, আব্দুল বারিক, খালিছ মিয়া চৌধুরী, মাওলানা জহির উদ্দিন, সাজলু মিয়া, গিয়াস উদ্দিন, মুস্তাফিজুর রহমান চৌধুরী, ফজলুল হক মিনু সহ আরো অনেক শুভানুধ্যায়ী।
এলাকাভিত্তিক প্রতিনিধিবৃন্দের কাছে অর্থভর্তি খাম হস্তাস্তর শেষে খন্দকার বাজার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউ'কের সকল ট্রাস্টী এবং দেশ ও প্রবাসের সকল শুভাকাঙ্খীদের স্মৃতিচারণপূর্বক শাইখুল হাদিস মাওলানা সালেহ আহমদ আনেয়ারপুরীর দুয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।