জুলাই শহিদদের স্মরণে গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল

কওমি কণ্ঠ ডেস্ক :

জুলাই আন্দোলনে সকল শহিদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪ টায় ঢাকা দক্ষিণ ডাক বাংলো পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসভাপতি শামসুদ্দিন বাণীগ্রামী।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা ফরহাদ আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুবজমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা কবির আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, উপজেলা জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাসিম, জেলা দক্ষিণ যুবজমিয়ত সহসভাপতি রেজাউল করিম রাজু, যুবনেতা আব্বাস আল-মাহমুদ, মাওলানা রেদোয়ান আহমদ, মাওলানা আফজল হোসাইন, যুবনেতা মাওলানা মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা মাহমুদুল হক এবং আন্দোলনে ঢাকাদক্ষিণের শহীদ পরিবারের সদস্যরা।

এছাড়াও স্থানীয় জমিয়ত, যুবজমিয়ত ও ছাত্রজমিয়ত নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন- ২০২৪ সালের জুলাই আন্দোলন এই প্রজন্মের জন্য একটি নতুন দিক নির্দেশনা হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন হয়- সে লক্ষ্যে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। সাথে সাথে ফ্যাসিস্টদের তড়িৎ বিচার, শহীদদের সরকারিভাবে শহিদ ঘোষণা ও ভাতা প্রদানএ বং আহতদের চিকিৎসার পূর্ণ খরচ সরকার বহন করতে হবে।

আলোচনাসভা শেষে ২০২৪ সালের আন্দোলনে ঢাকাদক্ষিণের ৭ শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

পরে তাদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সভার বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী।