কওমি কণ্ঠ ডেস্ক :
সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিবেচনা করে গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলার আশঙ্কায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর শনিবার (১৮ অক্টোবর) রাতে সারাদেশে কেপিআই স্থাপনাগুলিতে অতিরিক্ত নিরাপত্তার নির্দেশ দেয়। জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা মৌখিকভাবে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন।
জানা গেছে, গুরুত্বপূর্ণ সব স্থানে চেকপোস্ট বসানো ও সন্দেহভাজনদের আটক কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা কেপিআই নিরাপত্তা তদারকিতে একসঙ্গে কাজ করছে। দেশের মোট ৫৮৭টি কেপিআই রয়েছে, যার মধ্যে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার ও বিদ্যুৎকেন্দ্র অন্তর্ভুক্ত।
অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ড ও নাশকতা সম্পর্কিত যে কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং দেশের গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় কোনো হুমকিকে প্রশ্রয় দেওয়া হবে না।
 
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    