নবীগঞ্জে নারীর ঝুলন্ত লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বসতঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুলেখা বেগম (৩৫) নামের ওই নারী।

তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে। 

জুলেখা মানসিক হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের লোকজনের দাবি।  

জানা যায়, সোমবার দিবাগত (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে নিজ বসতঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করার চেষ্টা চালান। তবে দেহ উদ্ধার করার আগেই তিনি মৃত্যুবরণ কনের। 

খবর পেয়ে নবীগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।