কওমি কণ্ঠ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যদিয়ে দীর্ঘ ৬ বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে যুক্তরাজ্য বিএনপি।
নতুন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হলেন খসরুজ্জামান খসরু।
সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিগগিরই পূর্ণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
এদিকে, যুক্তরাজ্য কমিটির নেতৃত্বেই দুই সিলেটি। আহবায়ক আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবং সদস্যসচিব খসরুজ্জামানের বাড়ি ওসমানীনগর উপজেলায়।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির সদ্যসাবেক সভাপতি এম এ মালেক সিলেট-৩ আসন ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।