কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় মহাসড়কের চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাল মিয়ার।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে ও জৈন্তাপুর মডেল থানাপুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী বলেন- দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।