আলেমদের দোয়ায় দেশ টিকে আছে : অ্যাড. এমরান

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ইসলামি ব্যক্তিত্ব ও আলেমদের গভীর শ্রদ্ধার চোখে দেখতেন বেগম খালেদা জিয়া। আলেমসমাজেরও অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন তিনি। এজন্যই খালেদা জিয়ার ইন্তেকালে দল-মত নির্বিশেষ দেশের পুরো আলেমসমাজ শোকাতুর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর গোলাপগঞ্জের রানাপিং এলাকার চন্দনভাগস্থ আয়শা সিদ্দিকা (রা.) ইসলামিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আলেম-ওলি-আউলিয়াদের দোয়ার বদৌলতেই এই দেশ টিকে আছে। তাই বিএনপি আলেম-উলামাবান্ধব দল। বিএনপি ক্ষমতায় গেলে আলেমসমাজের জন্য যা যা করা দরকার সব করবে। এদিকে, খতমে বুখারি ও দোয়া মাহফিলে উপস্থিত পূর্বসিলেটের বর্ষীয়ান আলেম-উলামার দোয়া নেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সেখান থেকে এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতিবিনিময় করেন। এসময় তিনি বলেন- আমি বিশ্বাস করি; আজকের স্বপ¦বাজ তরুণ শিক্ষার্থীরাই উন্নত সমাজ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর চোখে আত্মবিশ্বাস তৈরি করা, দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলা, একজন তরুণের হাতে কাজ ধরিয়ে দেয়ার মাধ্যমেই স্বনির্ভর ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা তারেক রহমানের। কারণ তরুণরাই বর্তমানের শক্তি, ভবিষ্যতের সমৃদ্ধি।

মতিবিনিময়কালে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।