কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারামারির ঘটনায় হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ রবিবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় দিনও বলছে।
তবে দুপুর ১২টায় আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইন্টার্ন চিকিৎসক মো. মিজানুর রহমান।