ম্যাটস শিক্ষার্থীরা রাস্তায়, ৪ দাবি

কওমি কণ্ঠ ডেস্ক :

চার দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এ অধ্যায়নরত শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন। 

শিক্ষার্থীরা বলেন, ‘গত তিন মাস ক্যাম্পাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে আন্দোলন করার পরও আমাদের চার দফা দাবি মেনে নেয়া হয়নি। আজকের মধ্যে আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব। এসময় তারা এক ঘণ্টার আল্টিমেটাম দেন।’

দাবি না মানার বিষয়ে কোনো আশ্বাস না পেলে শাহবাগে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। 

তাদের চার দফা দাবি হলো-
১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন করতে হবে। কোর্স কারিকুলাম পরিবর্তন ও প্রতিষ্ঠানের নাম মেডিকেল ইন্সটিটিউট করতে হবে। স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড ও বিএম স্বীকৃত উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।