সিলেটে প্রবাসী বাড়ি ডা কা তি

কওমি কণ্ঠ ডেস্ক : 

সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকায় গভীর রাতে এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাতাকদল ওই বসতঘর থেকে ৬ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, ব্ল্যান্ডার,ওয়েল্ডিং মেসিন ও ওয়েল্ডিং সামগ্রী,ডিল,গেলেন্ডার  দামি কাপড়-চোপড়, জায়গা জমির কাগজপত্র ও দলিল, ঘরের মালামাল, ১৮/২০ কাঠা ধান, ও নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

বুধবার দিবাগত রাত সাহেবের বাজারের লুসাইন গ্রামের প্রবাসি মো. মুহিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্নালংকার, ঘরের মালামাল টাকা লুটে নিয়ে সটকে পরে। তখন ঘরে কেউ ছিলেন না। বাড়িতে তালা দেওয়া ছিলো।

ভোক্তভুগি সেলিনা বেগম জানান, সেদিন আমরা কেউ ঘরে ছিলাম না। সেই সুযোগে ডাকাতরা প্রথমে ঘরের কেচিগেটের তালা ভাঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। আমাদের ৬ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, ব¬্যান্ডার মেশিন, দামি কাপড়-চোপড়, জায়গা জমির কাগজপত্র ও দলিল, ঘরের মালামাল, ১৮/২০ কাঠা ধান, ও নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকা লুটে নিয়ে যায়। তার ধারণা পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।