- সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন চাচাদের বিরুদ্ধে
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ভাতিজিকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেধ করতে আপন চাচারা অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মহানগরের মির্জাজাঙ্গাল এলাকার রামেরদিঘীরপাড় স্বপ্নীল ৪৪-এর বাসিন্দা সালেহ আহমদের মেয়ে ফারহাত শারলিন। চাচাদের হাতে তিনি ও তার অসুস্থ বাবার প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে শারলিন জানান- তার আপন চাচা সাব্বির আহমদ, সাদেক আহমদ, জুবায়ের আহমদ ও তাহমিদ আহমদের নির্দেশে আরেক চাচা আহসান আহমদ দীর্ঘদিন ধরে শারলিন ও পরিবারের সদস্যদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছেন। অভিযুক্তরা শারলিনদের হুমকি দিচ্ছেন অবিরত। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শারলিনের উপর হামলা করা হয়। এক পর্যায়ে তিনি বসতভিটা না ছাড়লে তাহমিন ও শারলিনের ফুফাতো ভাই মোফাজ্জল হোসেন পিরু তার কাছে ১ কোটি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে ২ ফেব্রুয়ারি সিলেট কোতোয়ালি থানায় শারলিন অভিযোগ দায়ের করলে পুলিশের কোনো সহযোগিতা পাননি। উল্টো চাচাদের দ্বারা প্রভাবিত হয়ে শারলিনকে হয়রানি করছে পুলিশ।
সংবাদ সম্মেলনে শারলিন আরও বলেন- তার বিরুদ্ধে আহসান আহমদ একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন থানায়। সেটির সূত্র ধরে পুলিশ তাকে ধরতে বাসায় যায়। কিন্তু শারলিনের অভিযোগ নিয়ে কোনো সহযোগিতা করছে না পুলিশ।
এছাড়া চাচা তাহমিনকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে শারলিন জানান- বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছেন তাহমিন। তাহমিনের মালিকানাধীন হোটেল নির্ভানা থেকে অস্ত্র-সস্ত্র বের করে ছাত্র-জনতার উপর হামলা করা হতো। ফলে ৫ আগস্ট পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হননি তাহমিন আহমদ।
এ অবস্থায় চাচাদের নির্যাতন থেকে বাঁচতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ফারহাত শারলিন।