জরুরি ছিল?

রশীদ জামীল

এই মুহূর্তে ওয়াজাতি সমাবেশ করাটা কি খুব জরুরি ছিল? পরিস্থিতি একটা কমফোর্ট লেভেলে পৌঁছা পর্যন্ত অপেক্ষা করা যেত না?
.
জাপা কি আপার মতো শক্তিশালী কেউ? অস্তিত্বের প্রশ্নে বিপর্যস্ত মেরুদণ্ডহীন একটি দলকে এতটা গুরুত্ব দেওয়ার দরকার পড়ল কেন?
.
ত‍্যাগের সৌন্দর্য তো তিতিক্ষায়। অন্তত, একটু অপেক্ষা তো করা যেতো। সবকিছু নিজের মতো এবং অভারনাইট করে ফেলতে হবে? 
.
স্বাধীনতার সুখ সবাই সহ‍্য করতে পারে না। আমরা কি তবে সেই জাতি! আসলেই কি আমরা স্বকীয় স্বাধীনতা ডিজার্ভ করি?